শনিবার, ২৩ মার্চ, ২০১৩

কাব্যমালা - ০১

শুঁয়ো পোকা

হলুদ-কমলা ডোরা কাটা তুমি,
হাঁটো গুটিশুটি পায়ে,
কিংবা শুয়ে শুয়ে।
তাই তুমি শুঁয়ো পোকা?
পাটগাছ বেয়ে উঠছো ওপরে।
রোদের নেশায় মাতলে নাকি?
নাকি গুটি পাকানোর আগে দেখছো সুয্যিমামা?
ভাবছো ছোঁবে ওকে দু'দিন গেলে পরে?
পাকাও গুটি তবে মুক্তির মাদকতায়...
ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করো ছোট্ট রঙিন পাখা,
উড়বে তুমি মুক্তির খোঁজে প্রজাপতি হয়ে...

দেবাশিস্‌ মুখার্জি
২১।০৩।২০১৩



হল্‌দে প্রজাপতি

হল্‌দে প্রজাপতি,
ছোট্ট ছোট্ট পাখনা মেলে ওড়ো,
ছোঁয়াছুঁয়ি করো,
কামজ প্রেমের নেশায়...
এ কি শুধু শারীরিক?
নাকি তোমরাও বোঝ 'ভালোবাসা কারে কয়'?
তোমরা কি শোন ঠাকুরের গান? দাশের কবিতা?
গাঁথো কি মালা বকুলের ফুলে?
তোমরা কি বোঝ আকাশের মেঘ? 
রাতের তারার মেলা?
তোমরা কি বোঝ বৃষ্টির রিনিঝিনি?
নদেয় বানের ডাক?
কিচ্ছু বোঝনা...
তবে কি বোঝ প্রাণের কথা? হৃদয়ের ব্যথা?
তাও বোঝ না...
তবে আমি বলি, তুমি ভালোবাসা কী তাই জানো না!

দেবাশিস্‌ মুখার্জি
২১।০৩।২০১৩

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

ইচ্ছে করে...

ইচ্ছে করে...


ইচ্ছে করে -
পাখির মতন ডানা মেলে,
দূর আকাশে হেলে-দুলে,
রঙধনুটার সাথে খেলে
সন্ধ্যেটাতে যাই হারিয়ে


ইচ্ছে করে -
মাছ হয়ে ঐ নদীর জলে,
কচুরীপানা আর শতদলে
করবো খেলা; যাবো চলে
সাঁতার কেটে, মন যেথা চায়।


ইচ্ছে করে -
দূরের ঐ বনের ধারে,
ছোট্ট এক পুকুর পাড়ে,
পা দু'টোকে দিয়ে ছেড়ে
জলের মাঝে করি খেলা।


ইচ্ছে করে -
ঐ সাগর তীরে
তোমায় নিয়ে ধীরে ধীরে
ফিরবো আমি সুখের নীড়ে,
সূর্য যখন ডোবে।


ইচ্ছে করে -
ভালোবাসা আর লাজে,
ঘন আবীর এক সাঁঝে,
ঐ দূর পাহাড়ের মাঝে
দু'জনাতে পথ হারাই।


ইচ্ছে করে -
তোমায় নিয়ে দূর বিহনে,
তাকিয়ে তোমার চোখের পানে
বলবো আমি কানে কানে,
'তোমাই আমি চাই।'


ইচ্ছে নিয়েই আছি বেঁচে,
ইচ্ছেঃ তোমায় চাই।
এখন আমি স্মৃতি খুঁড়ি,
তুমি আমার নাই।



**এই কবিতাটা সেই ২০০০ সাল থেকে লিখে চলছি... সবশেষ কাঁটাছেঁড়া করেছি গত বছরের ফেব্রুয়ারিতে, আমারব্লগে পোস্ট করেছিলাম... ইচ্ছে তো ইচ্ছেই, ওটা যখন বদলাবে, লেখাও বদলে যাবে... তাই এই কবিতায় কোন তারিখ দেই নাই...