ছবির ফ্রেম
হাঁটুর 'পরে রেখেছো হাত,
আর তার 'পরে থুতনিটা,
তুমি বসে আছো...
রক্তলাল কামিজে নিরাভরণ তুমি!
কপালের মাঝে লাল টুকটুকে টিপ...
কাঁধ-ছোঁয়া চুল ওড়াউড়ি করে
মৃদুমন্দ বাতাসে...
শুধু চুলগুলো ওড়ে, আর বাকি সব নীথর!
উড্ডীয়মান প্রজাপতি কিংবা দোদুল্যমান পল্লব
সব যেন থেমে আছে এক ছবির ফ্রেমে,
আর সময়ের চোরা স্রোতে বন্দী আমি!
মনকাড়া ডাগর চাউনি, কী গভীর তার ভাষা!
প্রেম-জ্যোতি মাখা চোখে যতটা গভীরে গেলে হয় সর্বনাশ,
আমি ঠিক ততটা গভীরেই গেলাম,
নাহ আরো গভীরে হারালাম আমি...
সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই,
আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না...
নীথর দাঁড়িয়ে রই ঐ আঁখিপানে,
কী এক গভীর আবাহনে আমি দাঁড়িয়েই রই...
দাঁড়িয়েই রই... দাঁড়িয়েই রই...
সব যেন এক ছবির ফ্রেম!
দেবাশিস্ মুখার্জি
১ নভেম্বর, ২০১২
হাঁটুর 'পরে রেখেছো হাত,
আর তার 'পরে থুতনিটা,
তুমি বসে আছো...
রক্তলাল কামিজে নিরাভরণ তুমি!
কপালের মাঝে লাল টুকটুকে টিপ...
কাঁধ-ছোঁয়া চুল ওড়াউড়ি করে
মৃদুমন্দ বাতাসে...
শুধু চুলগুলো ওড়ে, আর বাকি সব নীথর!
উড্ডীয়মান প্রজাপতি কিংবা দোদুল্যমান পল্লব
সব যেন থেমে আছে এক ছবির ফ্রেমে,
আর সময়ের চোরা স্রোতে বন্দী আমি!
মনকাড়া ডাগর চাউনি, কী গভীর তার ভাষা!
প্রেম-জ্যোতি মাখা চোখে যতটা গভীরে গেলে হয় সর্বনাশ,
আমি ঠিক ততটা গভীরেই গেলাম,
নাহ আরো গভীরে হারালাম আমি...
সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই,
আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না...
নীথর দাঁড়িয়ে রই ঐ আঁখিপানে,
কী এক গভীর আবাহনে আমি দাঁড়িয়েই রই...
দাঁড়িয়েই রই... দাঁড়িয়েই রই...
সব যেন এক ছবির ফ্রেম!
দেবাশিস্ মুখার্জি
১ নভেম্বর, ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন