বৃষ্টি ভেজা শহীদ মিনার...
বৃষ্টির মাঝে বৃষ্টিকে খুঁজি আমার আপন করে,
বৃষ্টির ছোঁয়া ছড়িয়ে আছে আমার এ অধরে।
অতীতের সব মনে হানা দেয়, জোরে চিৎকার ছাড়ে,
আমি মরে পরে রয়েছি আজো ঐ শহীদ মিনারে...
বৃষ্টি পড়ে! বৃষ্টি পড়ে ভিজিয়ে দেয় এই আমারে,
আর ভরা বরষায় শুকনো এ বুক ভাঙে চৌচিরে...
মৃত্যুর আগেই মৃত্যু হয়েছে ভালোবাসাহীন মনের,
কোন শেষ নেই, কোন শেষ নেই এই বিভীষিকা ক্ষণের...
আজো আজো জোড়া জোড়া সব বসে ঐ প্রাঙ্গণে,
শুধু তুমি নাই, শুধু তুমি নাই এই আমারই সনে...
আমি ধুঁকে মরি রোজ-রোজ একটু একটু করে
বাহির কিংবা ঘরে, আমি পড়ে রই ঘোরে...
শেষ নেই যেন যন্ত্রণার, নেই শেষ বিভীষিকার,
দিনের পর দিন চলে যায়, হৃদ হয় ছাড়খার...
৩ আগস্ট, ২০১২
দেবাশিস্ মুখার্জি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন