মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

শুধুই কি ছবি??


শুধুই কি ছবি??

পবন-দোলায় দোলে ঈষৎ-কৃষ্ণ কেশ,
সিঁথিতে সিঁদুর; নবনিতা বেশ...
কোন এক দক্ষিণ অয়নে
হারালো কবি সুনয়নার নয়নে।
ভ্রূ-জোড় মাঝে সিঁদুর-আদিত্য --
কবি মন্ত্রমুগ্ধ নিত্য।

সফেদ শাঁখের কাঁকন... ঐ হাত দু'য়ে...
লাল-লাল চুড়ি টুং টাং করে হৃদয় ছুঁয়ে...
আয়স্থি-পলার বন্ধুতা থাকবে অহর্নিশ...
দীপিত কবি, শুধু প্রেমে দিশ...
লাল জামদানী পরিহিতা, অরুণিমায় দীপ্তিমতী...
এ যেন এক দেবজ্যোতি!

এ কি শুধুই ছবি???
নয় ছবি, নয় ছবি, নয় শুধুই ছবি...
এ এক ধ্রুব সত্যি, জানে শুধু এই কবি...



দেবাশিস্‌ মুখার্জি
৫ জানুয়ারি, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন