শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

চিরমুক্তি


চিরমুক্তি

যে খোঁজে চিরমুক্তির পথ কে রুধিবে তারে??
স্বজনের মায়া??... প্রেয়সীর প্রেম??
সবুজ বন্ধুতা??... পিছুটান??
সে তো রয় না বৈরাগ্যে!
কেউ নিজেরে ভোলায় নিকোটিন ধোঁয়ায়,
কেউ বোতলের টানে,
কেউ নারীর কায়ার মায়ায়...
এ তো শুধু ছুটে চলা!
যন্ত্রণাহীনতার কপট অভিনয়,
সাময়িক ভালোলাগা...
তাই কেউ কেউ খোঁজে মুক্তি... চিরমুক্তির পথ...
ভালোবাসা-প্রেম-মমতা-মায়ার বাঁধন ছেঁড়ার টান
সব করে খানখান...
শুধু খুঁজে চলেঃ
যন্ত্রণা হতে মুক্তি... জীবন হতে মুক্তি...
চিরমুক্তির পথ...


দেবাশিস্‌ মুখার্জি
২৪ জানুয়ারি, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন