বুধবার, ৯ নভেম্বর, ২০১১

কফিতা...





ও রে কফির পোড়া গন্ধ,
আমি যে তোরই প্রেমে অন্ধ।
নাকটা ডুবোই তোরই ধোঁয়ায়,
দেয় সাড়া মন তোরই ছোঁয়ায়,
ওঠে জেগে প্রতি রন্ধ্র।

মগের ভেতর শুধুই যে তুই,
দুধ-চিনি বাদ; একটু গরম পানি।
তোর ধোঁয়ার মাঝে প্রেমের হাতছানি,
দিয়ে সাড়া তোর হাতখানি ছুঁই।
তুইই আমার ভালোবাসা,
তুইই আমার রাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন