মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

এলোমেলো কথাগুলো

এলোমেলো কথাগুলো



রাত বেড়ে চলে শীতের বাতাসে,
ঘুমঘোরে সব, কিংবা মশানের শব...
কেউ কেউ জেগে রয় ঘুমহীন চোখ...
বুকে একরাশ যন্ত্রণা আর এক মুঠো ভালোবাসা।
নবাগত আলোর লড়াই,
আবছা কালো দীর্ঘ অতীত...
প্রেমিকার বুকেও কেউ একা,
সংসারে থেকেও কেউ রয় বৈরাগ্যে...
চার দেয়ালের মাঝে আকাশটা ঝোলে সিলিঙের কোণে...
নিদ্রালু চোখ, ধোঁয়া ধোঁয়া সব...
মৃত্যুকে পিছে রেখে ছুটে চলে জীয়ন-লড়াই...
এক বুকে কত বাতি জ্বলে!
সব নিভু নিভু, জ্বলজ্বলে জ্যোতি...


দেবাশিস্‌ মুখার্জি
২১ ডিসেম্বর, ২০১২