শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৩

শকুন-বধনামা

শকুন-বধনামা

লাখো জনতা জেগে আছে আজ বাংলা মায়ের বুকে
'জয় বাংলা' রবে টেকনাফ হতে তেঁতুলিয়া কাঁপে...
আর ডানা ঝাপটায় পুরোনো শকুন-দল নব্য শকুন নিয়ে,
ছদ্মবেশে ঘোরে জনতার মাঝে।
দাঁড়িওলা, দাঁড়িছাড়া, গোঁফওলা, গোঁফছাড়া, টুপিওলা, টুপিছাড়া --
নানান রঙের শকুন...ধ্বংসনৃত্য করে পথে পথে নেমেঃ
আমার প্রাণের পতাকা পোড়ায়,
কলুষিত করে জাগরণ-মঞ্চ,
ভাংচুড় হয় শহিদের বেদী,
বিয়াল্লিশ সন গেল; আজও তোলে শোর 'পকিস্তান জিন্দাবাদ' বলে...
আর আমরা??
আজ অহিংসামন্ত্র-শিষ্য!
নীরবে কাঁদে প্রতিবাদ নানান মোমের আলোয়,
নীরবে কাঁদে প্রতিবাদ নানান রঙের বেলুনে...
এভাবেই যাবে একটা করে দিন নীরব তামাশা নিয়ে??
লাঠি নিয়ে আজ রাজপথে নামো, শকুন ঠ্যাঙাতে হবে...
রক্তের শোধ রক্তে হবে, লাশের শোধ লাশে।
'জয় বাংলা' ধ্বনিত হবে প্রতি বাঙালির শ্বাসে...



দেবাশিস্‌ মুখার্জি
২২।০২।২০১৩