শনিবার, ১৩ আগস্ট, ২০১১

মাদকতা!


তুই খেয়ে চল স্কচ, রাম, ভদকা,
আর আমি খাবো তোর মাদকতা।
মাদকতা মাখা ঐ চোখ দুটোতে
আমি যাই চলে প্রেমের শুরুতে...

নতুনের শুরু, হারানো কিছু ভুলে
নাকটা গুঁজি তোর ঐ ছাড়া চুলে,
মাদকতার ঘ্রাণে পাগল এ আমি,
তোকে ঘিরেই ফের পাগলামি...


কোলে নিয়ে চলি ঐ ছাদের 'পরে,
তোর খোলা চুল ওড়ে ধুলি ঝড়ে,
এরপর নামে বৃষ্টি, কাঁদে আকাশ,
তুই আর আমি হই ভেজা কাক...

কাঁপছি, কোন এক শীতল নিশীথে,
ছাদের 'পরে, বসে ঐ ঠাণ্ডা মেঝেতে,
কালপুরুষ খোঁজে দুইজোড়া চোখ,
ভুলে যেতে চায় পেছনের শোক...


তবু থাকে জল চোখের কোণে
আর পুরোনোরা রয় অবচেতনে
মেনি আর হুলো রাখে কাঁধে কাঁধ
ভালোবাসতে জাগে বড় সাধ...

তবু মনে থাকে ভয় পাথর হবার
হবে কি পাথর দুজনায় আবার??
.......................................


১২ আগস্ট, ২০১১; ঢাকা
দেবাশিস্‌ মুখার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন