শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

অসম্পূর্ণ কবিতা...

অসম্পূর্ণ কবিতা...

একটা কবিতা লিখবো; বসে বসে ভাবি--
একাকী জীবনের কথা লিখে যাবো তাতে।
টেবিল ল্যাম্পের আলোয় কাগজের স্তূপ
জমা হতে থাকে মেঝেয়, আর শেষ হতে
চলে কলমটার কালি। শব্দেরা নিখোঁজ।
মেলে না হিসেব কিছুই-- মাত্রা, ছন্দ, অন্ত্য।
বাড়ে নিশির গভীরতা, আর বাড়ে ধোঁয়া--
মার্লবোরোর ধোঁয়া-ছাই, কফি-পোড়া ঘ্রাণ।
অতীত-- গভীর সাগর। ডুবি আর ভাসি।
সিগারেটের বহ্নিশিখা আঙুল পোড়ায়,
অতীতের ঘোরটা ভাঙে, বর্তমানে ফিরি।
রাতের কালোরা পালায়; অন্য কালো থাকে
ডানা-ভাঙা পাখি ঝাপ্টায় জীবন খাঁচায়।
হয়না কবিতার শেষ, ইতি টানে প্রাণ।


দেবাশিস্‌ মুখার্জি
২১ সেপ্টেম্বর, ২০১২


[অক্ষরবৃত্ত, ৯+৬ = ১৫ মাত্রা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন