বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

প্রেম-জ্যোতি

প্রেম-জ্যোতি 

চোখ-জোড়া বড়-বড়, 
ভ্রূ-জোড়া মোটা, 
ঠোঁটে এক তিল। 
স্মিত হাসি হাসে, সে যে 
মোহনমূর্তি, 
কেড়ে নেয় দিল।। 

মেঘ ঢেকেছে আকাশ, 
সুমন্দ বায়ু, 
কাঁধে খেলে চুল। 
হেলে-দুলে হেঁটে যায়; 
বাতাসে দোলে 
লতিকার দুল।। 

স্বপন দেশের মেয়ে 
দেয় না ধরা; 
সদা দূরে থাকে। 
হৃদয়ের মাঝখানে 
দেয় সে দোলা, 
প্রেম-ছবি আঁকে।। 

দিবস-রজনী যায়, 
কাটে না ঘোর; 
সদা তারে ভাবি। 
মনমাঝে দিয়ে তালা 
গেলোরে চলে 
সাথে নিয়ে চাবি।। 

থাকি পড়ে তারি আশে 
যদি বা আসে 
হৃদয় প্রসর। 
বেঁধে রেখে দেবো তারে 
আমার করে; 
আমার প্রবর! 


দেবাশিস্‌ মুখার্জি 
২৬ সেপ্টেম্বর, ২০১২ 

**[অক্ষরবৃত্ত; মাত্রা ৮/৫/৬]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন