বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

কচু পাতার জল...





এই জীবনের সত্য যেন পেয়েছে এক তিল,
কচু পাতায় জলের মতন তোমার-আমার মিল!

কচু পাতায় ঠাঁই মেলে না, জল গড়িয়ে যায়...
এই আমিটা যাচ্ছি সরে তোমার থেকে হায়!
দেহ দু'টো যাচ্ছে সরে, মন দু'টো কি তাই??
স্বপ্ন মাঝে দেখি তোমায়, চোখ মেললেই নাই!

হয়তো জীবন অন্ত্য পাবে, কিন্তু ভালোবাসা??
এই জীবনে তোমার ছোঁয়ায় পাবে সে কি ভাষা??
স্বপ্ন-ভাঙা যন্ত্রণার নাইতো কোন শেষ,
বুকের মাঝে একটু ব্যথা, লাগছে আমার বেশ!

যাও, চলে যাও উড়ে,
আমার পাখি দূরে...
আর ছোট্ট কচু পাতায়
জল গড়িয়ে যায়...

এই জীবনে হবে না আর তোমার-আমার মিল,
আমি যেন জলে ভাসা ছোট্ট একটা তিল!

১৬ মে, ২০১২; ঢাকা
দেবাশিস্‌ মুখার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন