
দুষ্টু দোয়েল
আজ ভোমরা বেড়ায় ঘুরে পথটা ভুলে
পাগল করা বকুলেরই ফুলে-ফুলে,
পাগল করা বকুলেরই ফুলে-ফুলে,
ঘুরছে উড়ে প্রজাপতি দুলে-দুলে।
ভোর স্বপনের ভালোবাসা আমায় ছুঁলে
আজকে আমি উঠবো জেগে নতুন করে।
দখিন কোণের পবন ছাওয়া নতুন ভোরে
পাগলা দোয়েল শিস্ দিয়ে যায় আমার দোরে।
এই আমি যে খুঁজে ফিরি আমার তোরে।
তুই দেখা কি দিবি নারে এই ক্ষ্যাপাকে?
এই ক্ষ্যাপা যে ক্ষেপে গিয়ে তোকেই ডাকে।
তুই কি ভালোবাসবি নারে এই আমাকে?
ওরে প্রিয়া, আসবি নারে কাজের ফাঁকে?
সব দোয়েলের মধু-মাখা শিসেরই মাঝ
আমার দুষ্টু দোয়েলটারে খুঁজছি যে আজ।
ওরে পাখি, ছুড়ে ফেলে সবখানি লাজ
এই আমাকে ভালোবেসে রাঙা এ সাঁঝ।
দেবাশিস্ মুখার্জি
১লা আষাঢ়, ১৪১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন