শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

দ্বাদশপদী - ৬: ক্রীড়নক

ক্রীড়নক

গণজাগরণ! চিলে নিলো কান!
সে চলমান সঙ্ঘাতে কত প্রাণ
যায় কক্‌টেল, বোমে।  রগকাটা
দেহ ছট্‌ফট্‌ করে। টোনা আঁটা
মুখ চুপ করে রয়। দুধ-কলা
খায় হেফাজত শাপে! এ অবলা
মায় সব কিছু সয়। মিথ্যাচারে
শোর পারে বুদ্ধিবেশ্যা। অনাচারে
সঙ্গমে মিলতো ল্যাদা রুদ্ধদ্বারে!

ঘরছাড়া হিন্দু-বৌদ্ধ। বারে বারে
বইবে কি রক্ত নদী? ধ্বক! ধ্বক!!
করে হৃদে ব্যথা। মোরা ক্রীড়নক!!

দেবাশিস্‌ মুখার্জি
১২ এপ্রিল, ২০১৩



অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ
দ্বাদশপদী কবিতা - ৫  
দ্বাদশপদী কবিতা - ৪
দ্বাদশপদী কবিতা - ৩
দ্বাদশপদী কবিতা - ২  
দ্বাদশপদী কবিতা - ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন