বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

দ্বাদশপদী - ৭: বাক্‌হীনা মা

ব্লগিং জগতে যাদের খুব আপন ভাবি তাদেরই একজন তার অনাগত সন্তানের মৃত্যুতে শোকগ্রস্ত। এমন এক শিশু যার অপেক্ষায় প্রহর গুণছিলো তার বাবা-মা, আপ নেরা, সে জন্মের আগেই চলে গেলো পরপারে। চুপচাপ শুয়ে আছে হিমঘরে। শোকগ্রস্ত বাবা-মা, আপনজনকে যে ঠিক কী বলবো তা আমার জানা নেই। মনটা অনেক অনেক বেশি খারাপ। সেই থেকেই লেখা এই কবিতাখানি। 


বাক্‌হীনা মা

বাক্‌হীনা বসে আছে। দুই চোখ
বেয়ে বেয়ে জল পড়ে। কী যে শোক
হৃদ-মাঝে। যার যায় শুধু যে সে
বোঝে। তার মনে পরে ভালোবেসে
পার করা দিনগুলো। ছোট কায়া
দেহ-মাঝে ছিলো। আজ শুধু ছায়া।
কান্নাহীন! হাসিহীন! বাক্স করে
শুয়ে আছে অন্ধকার হিমঘরে।
নেই কোন জন্মদিন, শুধু আছে
মৃত্যুদিন। সবকিছু রেখে পাছে
চলে গেলো। মায়ে কাঁদে! শুধু কাঁদে!
রয়ে গেলো প্রাণ ব্যথা ভরা ফাঁদে।


দেবাশিস্‌ মুখার্জি
১৮ এপ্রিল, ২০১৩


অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ
দ্বাদশপদী কবিতা - ৬  
দ্বাদশপদী কবিতা - ৫  
দ্বাদশপদী কবিতা - ৪  
দ্বাদশপদী কবিতা - ৩  
দ্বাদশপদী কবিতা - ২    
দ্বাদশপদী কবিতা - ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন