মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

দ্বাদশপদী কবিতা - ৪

একাকীত্ব-ক্লেশ

অদৃষ্ট ক্ষরণ-স্রোত বয়ে যায় হৃদয়ে।
কাল্‌-তরঙ্গে ব্যথা তবু না যায় সয়ে।
দিবা কিবা রাতি থাকি আশে আশে,
স্বপন মাঝে যদি আসে মোর পাশে।
স্বপন বিনে সে যে না দিবে ধরা,
ভালোবাসাহীন নীলয়ে সে অধরা।
মরীচিকা মাঝে কাপেঁ ছবিখানি,
পরশহীনা সে ধূমায়িত হাতছানি।
এ চঞ্চল চপল মন সদা খোঁজে তারে,
ধূমকেতু হারিয়ে যায় গভীর আঁধারে।
অধরা প্রিয়া মোর অধরাই র'বে।
একাকীত্ব-ক্লেশ বেশ! এ অলিন্দে স'বে।


২৮ আগস্ট, ২০১২; ঢাকা
দেবাশিস্‌ মুখার্জি

অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ
দ্বাদশপদী কবিতা - ৩
দ্বাদশপদী কবিতা - ২
দ্বাদশপদী কবিতা - ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন