শনিবার, ১৮ আগস্ট, ২০১২

শ্রমিকের কান্না




উৎসর্গঃ শ্রমিকদের রক্তাক্ত, নীথর লাশগুলোকে; রক্তের মাঝেই বেঁচে যাওয়া শ্রমিকের আর্তনাদকে; না খেতে পারা শ্রমিকদের বোবা কান্নাকে।

শ্রমিকের কান্না

'এই বেতনে ঘর চলে না...
চালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে...
ঘরে আমার আধপেটা শিশু, অনাহারী বধূ...
দেও না বাড়িয়ে দু'টো পয়সা...
বেশি না... মাত্র দু'টো পয়সা বাড়ালেই চলবে...'

'চুপ কর! শয়তানের দল!
কী এমন করিস যে তোদের এত খাই খাই??'

'তোমাদের তো কত্ত টাকা...
আর দু'টো পয়সা দিলে ক্ষতি কী??'

'ভিখেরির দল...
তুই কী বুঝিস লাভ আর ক্ষতির??
কথা না বাড়িয়ে কাজে যা...
নয়তো চাবুক বলবে কথা...'

'তোমরা তো থাকো ঐ আরাম-ঘরে,
বুঝবে কেমনে সেই খনির গরম??
কত জ্বলে-পুড়ে টোকাই হীরে...
আর তোমরা তাই বেঁচে পার্টি করো...'

'খামোস!! হারামীর বাচ্চারা!!
একটু পরেই আসবে মালিক,
তাই আর না চেঁচিয়ে কাজে চলে যা...'

'নাহ, এই বেতনে কাজ হবে না...
দু'টো পয়সা বাড়াতেই হবে...'

'কুত্তার দল, কথা না বাড়িয়ে কাজে যা...
মালিক আসবে এক্ষুণি...
কাজে যা নয়তো অ্যাকশন...'

'আমাদের দাবি, আমাদের দাবি...
মানতে হবে, মানতে হবে...
দু'টো পয়সা, দু'টো পয়সা...
বাড়াতে হবে, বাড়াতে হবে...'

'পুলিশ... পুলিশ...
কী দেখছো তাকিয়ে??
অ্যাকশন...'

'অ্যাকশন...'

ঠা... ঠা... ঠা...
ঠা... ঠা... ঠা...
ঠা... ঠা... ঠা...

রক্ত.. রক্ত... আর রক্ত...
রক্তের চোরা স্রোতে ভাসে শ্রমিকের লাশ...
একজন-দু'জন এখনো বেঁচে,
যন্ত্রণায় কাঁতরাচ্ছে, 'একটু জল হবে?? জল??'

ঠা... ঠা... ঠা...

'আ-আ-আ...'

এভাবেই বাড়তে থাকে শ্রমিকের লাশ...
একটা... দু'টো... হাজার... লাখ... কোটি...
আর মালিকেরা আরাম-ঘরে আয়েসে বসে খবর শোনে,
মিডিয়ার বানানো খবরঃ
'অবশেষে শ্রমিকেরা তাদের অন্যায্য দাবি থেকে সরে এসেছে,
কাল থেকে কাজে যোগ দিবে!!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন