সোমবার, ২৮ মার্চ, ২০১১

সবই মিথ্যা... বানোয়াট...









এই যে দেখছেন ছবিগুলো;এর সবই মিথ্যা,সবই বানোয়াট।
ঐ মানুষগুলো শুয়ে থেকে শুধু মৃতের অভিনয় করে যাচ্ছে;
আর তাদের দেহ থেকে বিচ্ছিন্ন অঙ্গগুলোও করছে অভিনয়;
নয়তো কোন এক চিত্রকৌশলী কত শ্রম দিয়ে করেছে তৈরি।
৩০ লাখ সংখ্যাটাই বানোয়াট; কেউই তো মরেনি সেদিন।
লাখো মা-বোন স্বেচ্ছায় গিয়েছিল পাকসেনাদের ব্যারাকে;
কারণ তারা ব্যকুল হয়েছিল ঐ পাকসেনাদের আদর পেতে।
এত সুদর্শণ, এত শক্তিশালী পুরুষ কি তারা দেখেছে আগে?
আমাদের বাপ-ভাইয়েরা সে যন্ত্রণায় করেছিল আত্মহত্যা,
আর আমরা? আজ সে দোষ চাপাই নিষ্পাপ পাকিদের কাঁধে!
ইতিহাসের ঐ কথাগুলো বানানো,কাল্পনিক অথবা অতিরঞ্জন!
তাই আজ কত শত বাঙালিদের বুকে ওঠে বিচ্ছেদের হাহাকার,
আর কণ্ঠে জাগে ভালোবাসার চিৎকারঃ'পাকিস্তান জিন্দাবাদ'।
মুখে, পেটে, গায়ে পাকি পতাকা এঁকে ছুটে যায় ক্রিকেট মাঠে,
নেচে গেয়ে করে উৎসব আর বলে ওঠে, 'পাকিস্তান জিতেগা'।
কত মহান সে ভালোবাসা! আর কত অপরূপ তার বাহ্যরূপ!
আজ বড় মনে হয়ঃ কত ভুল করেছিল বোকা মুজিব হায়!
দিয়েছে তাদের স্বাধীনতা যারা সুখ খুঁজে ফেরে পরাধীনতায়!


জ্বলজ্বলে সত্য নিচের ছবিগুলোঃ










1 টি মন্তব্য:

  1. দেবাশিস ভাইঃ আমার ব্লগ এ প্রথম কমেন্ট, কিছু মনে নিয়েন না, আপনার লেখাটা মনে ধরসে, প্রথম যখন দেখসিলাম দেশের এই অবস্থা চোখ দিয়ে পানি চলে আসছিল। ৭১ এও পাকি দালাল দেশে ছিল এখনও আছে, এই চিন্তা করেই তাই দিন কাটাই। হতাশার বিষয় হইল তখন কার থেকে এখন আছে কয়েক'শ গুণ বেশি, কিন্তু লড়াই করার মানুষ কমেছে অনেক।

    উত্তরমুছুন