রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

শোধ


মনে পড়ে সেই রক্তের নদী,
বুকের ভেতর চলছে সে স্রোত
আজো নিরবধি।
সবুজ-শ্যামল বাংলা আমার;
যেদিক তাকাই ছড়িয়ে আছে
লাশের পাহাড়।
যেদিক তাকাই শুধুই ধ্বংস।
শেয়ালেরা টানে পিতার দেহ,
ছিন্ন-ভিন্ন মাংস।
আকাশেতে উড়ছে শকুন-দল,
ভায়ের লাশখানা ধারালো নখে 
ছিঁড়ে-কুঁড়ে খায়,
আর ঐ ছোট প্রিয় বোনটা
হায়েনার হাতে পালায় হয়
সে ধর্ষিত, হায়!
বেয়নটে কাটা অর্ধেক স্তন!
দেখে আজ আর বুক কাঁপে না,
কাঁদে না এ মন।
বাতাসে আজো যে লাশের গন্ধ
ভাসে। তাই আমি শোধের তরে
হয়েছি যে অন্ধ।
রক্তের শোধটা রক্তেই নেবো,
আর শরীরের দাম শরীরে।
জয় বাংলা বলে চিৎকার জুরে
বাঙালি ওঠোগো আজকে ফিরে।


১১ ফেব্রুয়ারি, ২০১২; ঢাকা
দেবাশিস্‌ মুখার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন