বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২

পরাজিত যোদ্ধা



পরাজিত যোদ্ধা

পরাজিত যোদ্ধা ঘর-ছাড়া আজ।
জীর্ণ-শীর্ণ দেহে ক্লান্ত-শ্রান্ত হয়ে
হেঁটে চলে শহরের পিচঢালা পথে,
তারপরে গ্রামের সেই মেঠো পথ!
বিষণ্ণ আকাশে কান্না হয়ে নামে বৃষ্টি...
সস্তা ফ্রেমের চশমাতে মোটা কাচ
ঝাপসা হয়ে আসে একটু-একটু করে,
পিছুটানে সেই পুরোনো স্বপন,
চোখের কোণটা কি একটু ভেজা?
আঁধারের মাঝে যায় না তো দেখা...

জীবনের শেষে হিসেব মেলাতে চায়,
                            হিসেব মেলেনা কিছুই!
এই দেশ কি চেয়েছিলো সে '৭০ এর ভোটে??
'৭১ এ অস্ত্র তুলেছিলো এরই জন্য??
কিংবা হারতে হারতে '৯০ এর জয়??

দেশে আজ গণতন্ত্র চলে!
নাকি গণতন্ত্রের নামে নব্য রাজতন্ত্র!
এ গণতন্ত্রের কাঁধে ছিনালি করে স্বৈরাচারে!
এ গণতন্ত্রের কাঁধে ভোট কেনা-বেচা চলে
                                       ইসলামের নামে!


দেশে আজও আছে সমাজত্রন্ত্র!
যার কোন সংজ্ঞা নেই, শুধুই ফাঁকা বুলি!
সে অসংজ্ঞায়িত সংজ্ঞায় না খেয়ে মরে গায়ের চাষা!
আর পেট মোটা হয় রক্তচোষা বাঁদুড়ের,
মধ্যসত্ত্বাভোগী আর কর্পোরেট মালিকের!

রাষ্ট্রের হয় মুসলমানী, সে নামাজ পড়ে হর-রোজ!
ধর্মের নামে চলে হানাহানি, রাখে না কেউ খোঁজ...
আলু-কালু ভাই পত্রিকা ভরে পাকিদের গান গেয়ে,
স্টেডিয়াম হয় উত্তাল বাং-পাকিদের পেয়ে...

বেঁচে থাকা আর কেন??
তাই ছুটে চলা রেল-পথে...
যেন লাশ চেনে না কেউ!
সে সব হেরে গিয়ে চায় না পতাকা কফিনে,
যা উড়েছে রক্তচোষার গাড়িতে,
রাজাকার, আর আল-বদরের বাড়িতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন