শনিবার, ২৫ জুন, ২০১১

দেশকে বাঁচাও... মাকে বাঁচাও...


যশোর রোড - মৌসুমী ভৌমিক




এটা কি শুধুই গান??
এটা কি শুধুই কান্নার গান??
এটা কি শুধুই মন খারাপ করার গান??
ঐ ফেলে আসা দিনগুলো কি শুধুই ছুড়ে ফেলার??
এখান থেকে কি নতুন করে জেগে উঠতে ইচ্ছে করে না??
ইচ্ছে কি করে না নিজে দেশের নাম বিশ্বের বুকে উঁচু করে ধরতে??
ইচ্ছে কি করে না পাক-ভারত-মার্কিনীদের থাবা থেকে নিজেদের বাঁচাতে??
ইচ্ছে কি করে না নিজের দেশকে বিক্রি করে দেওয়াটাকে ঠেকাতে??
ইচ্ছে কি করে না দেশের একটু জন্য কাজ করতে??
ইচ্ছে কি করে না দুর্নীতিটা ছেড়ে দিতে??
ভুলে কি গেছি দেশটাও মা??
সব দেখেও চুপ কেন??

যদি দেশ মায়ের জন্য কিছু একটা করতে ইচ্ছে করে, তবে জেগে ওঠো।
মাথা অনেক নুয়েছি, এবার নোয়ানোর জালটাকে ছিড়ে ফেলো।
দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেবার জন্য না।
কাজ করে দেশ মায়ের মুখ উজ্জ্বল করো।
প্রিয় এই দেশটাকে রক্ষা করো।
প্রিয় মাকে রক্ষা করো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন