বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

দ্বাদশপদী - ৮: কর্পোরেট বেশ্যাপনা

কর্পোরেট বেশ্যাপনা

আঁধারের মাঝে টর্চটা যে জ্বলে
নিভু নিভু করে। কেউ কেটে চলে
মানুষের হাত লোহার করাতে।
পারছে না ঠিক, তাই তার সাথে
আহত মেলায় আরেকটা হাত
বাঁচবার আশে। নতুন প্রভাত
দেখবে কি সে? একই আঁধারে
আলোর ফোয়ারা! আহা রে! বাহা রে!
বাণিজ্য-গণিকা নোংড়া নৃত্য করে
উদ্ধত আয়েশে লাশেদের 'পরে।
সব সুশীলতা ইলানেই ইতি!
টাকাটাই যেন জীবনের নীতি!

২৯ এপ্রিল, ২০১৩
দেবাশিস্‌ মুখার্জি
 
 
 
অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন