বুধবার, ২২ মে, ২০১৩

দ্বাদশপদী কবিতা - ১১: শিকারী

শিকারী

একটা টিকটিকি বসে দেয়ালে
শিকারের নেশায়। অন্য খেয়ালে
নীলচে প্রজাপতি; হয়তো মনে
ভাবছে প্রেমিকা তারই সনে
খেলছে প্রেম-প্রেম। হঠাৎ করে
ঝাঁপায় টিকটিকি তারই 'পরে,
গোগ্রাসে গিলে চলে নীলচে পাখা।
চলছে সুধা রাণী, সিঁদুর-শাঁখা
বলে দেয় সে হিন্দু। কাদের মিয়ে
লম্বা পাটের খেতে জোরছে নিয়ে
যৌনখিদে মেটায় সস্তার মালে,
সেই একাত্তরের ভয়াল কালে।

২০ মে, ২০১৩
দেবাশিস্‌ মুখার্জি

* এই দ্বাদশপদী কবিতাটি রুদ্রের নিসঙ্গতা গল্প হতে আংশিক অনুপ্রাণিত।

অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন